Write For Us

বেলস পালসির চিকিৎসা বা ব্যায়াম/ মুখ বাঁকা রোগের চিকিৎসা / Bell`s palsy excise Bangla , BD

E-Commerce Solutions SEO Solutions Marketing Solutions
73 Views
Published
বেলস পালসির চিকিৎসা বা ব্যায়াম / ফেসিয়াল পালসি বা ফেসিয়াল ব্যায়াম ঃ হঠাৎ করে মুখ বেঁকে গেলে কি করবেন , ভয় পাওয়ায় কারণ নেই । শুধু মুখ বেঁকে গেলে ধরে নিতে পারেন এটা বেলস পালসি , এ টা কোন স্ট্রক নয় । স্ট্রোক হলে হাত এবং পাও প্যারালাইসিস হয় । কিন্তু বেলস পালসিতে শুধু মুখ বেঁকে যায় ।এটা সাধারনত ভাইরাস জনিত কারনে হয়ে থাকে । অনেক সময় ঠান্ডা লাগলে এটা হয়ে থাকে । আমাদের কানের নিচ দিকে ৭ নং ক্রেনিয়াল নার্ভ মুখে আসে । মুখের দুই পাশে দুইটা ফেসিয়াল নার্ভ থাকে । এটা কোন কারনে ইনফ্লামেশন হলে বেলস পালসি হয়ে থাকে ।
বেলস পালসির সাথে সাথে মুখ বেঁকে যায় । চোখ দিয়ে পানি পরে , এক চোখ বন্ধ হয় না । ভাল্ভাবে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে এটা ভাল হয়ে যায় । অনেক সময় ৫/৬ মাসও লাগতে পারে ।

এই বিষয়ে ভিশন ফিজিওথেরাপি সেনটারে এক্সাপার্ট ফিজিওথেরাপিস্ট দেখাতে চাইলে যোগাযোগ করু
www.visionphysiotherapy.com , 01932797229
Category
Medical
Sign in or sign up to post comments.
Be the first to comment