“ও আমার সুমধুর প্রভু” এর গান
আমার প্রিয় গোবিন্দ
ও সুমধুর ও সর্বোসুন্দর
যখনই আমি শুনি তোমার নাম
তোমাকেই করি স্মরণ
তোমার স্মিত মুখ, ও তোমার আকর্ষণ
হৃদয়ে বসিয়ে তোমায়
কমে যায় একাকীত্ব
তোমার সাথে থাকার অভিলাষায়
ভালবাসা রূপে তোমায় রাখি অন্তরে
তাতেই আমার সকল সাধপূরণ হয়
দামোদর শ্যামসুন্দর
গোপীনাথ গোবিন্দা
যবে থেকে আমি শুনেছি তোমার নাম
আমি হয়েছি তোমাতে মোহিত
তুমি করেছ হরণ হৃদয়
আমি জানি তোমার স্নেহ
চিরকাল থাকবে আমার জন্য
ও আমার পদ্মলোচন,
এখন আমি হয়েছি তোমার অংশভুক্ত
আপনি সর্বদা আপনার সমধুর প্রভুকে স্মরণ করুন – ওয়াই লানা
ভালবাসা হল এমন একটি উপহার যা অন্যদের সাথে ভাগ করে নিলেই বৃদ্ধি পায়
দয়া করে আপনার পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে “ও আমার প্রিয় প্রভু” ভাগ করে নিন - ওয়াই লানা
Wai Lana : Social Media
Wai Lana : "Oh My Sweet Lord" English Version
আমার প্রিয় গোবিন্দ
ও সুমধুর ও সর্বোসুন্দর
যখনই আমি শুনি তোমার নাম
তোমাকেই করি স্মরণ
তোমার স্মিত মুখ, ও তোমার আকর্ষণ
হৃদয়ে বসিয়ে তোমায়
কমে যায় একাকীত্ব
তোমার সাথে থাকার অভিলাষায়
ভালবাসা রূপে তোমায় রাখি অন্তরে
তাতেই আমার সকল সাধপূরণ হয়
দামোদর শ্যামসুন্দর
গোপীনাথ গোবিন্দা
যবে থেকে আমি শুনেছি তোমার নাম
আমি হয়েছি তোমাতে মোহিত
তুমি করেছ হরণ হৃদয়
আমি জানি তোমার স্নেহ
চিরকাল থাকবে আমার জন্য
ও আমার পদ্মলোচন,
এখন আমি হয়েছি তোমার অংশভুক্ত
আপনি সর্বদা আপনার সমধুর প্রভুকে স্মরণ করুন – ওয়াই লানা
ভালবাসা হল এমন একটি উপহার যা অন্যদের সাথে ভাগ করে নিলেই বৃদ্ধি পায়
দয়া করে আপনার পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে “ও আমার প্রিয় প্রভু” ভাগ করে নিন - ওয়াই লানা
Wai Lana : Social Media
Wai Lana : "Oh My Sweet Lord" English Version
- Category
- Health
Sign in or sign up to post comments.
Be the first to comment